শিলিগুড়ি, ২০ জানুয়ারিঃ বাড়ছে করোনার গ্রাফ, ২রা জানুয়ারি থেকে ফের একবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। করোনাবিধি মেনে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সরব এআইডিএসও দার্জিলিং জেলা কমিটি।
বৃহস্পতিবার শিলিগুড়ির কাছারি রোডে গান্ধী মূর্তির পাদদেশে দুই দফা দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হয় এআইডিএসও দার্জিলিং জেলা কমিটি। তাদের দাবি করোনা পরিস্থিতিতে ক্লাসরুমে পঠনপাঠনের উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হোক, ছাত্র-ছাত্রীদের করোনার টিকাকরন করিয়ে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সহ জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবি তোলেন তারা।
এদিন এআইডিএসও দার্জিলিং জেলা কমিটির সম্পাদক কল্লোল বাগচী বলেন ‘শিক্ষাকে বাঁচাতে আমাদের আগামীতে বৃহত্তর ছাত্র আন্দোলন রয়েছে আজ তারই প্রাথমিক উদ্যোগ নেওয়া হল’