AIDSO আয়োজিত করতে চলেছে ৭ দিনের অঙ্গীকার যাত্রা

শিলিগুড়ি,৩০ জানুয়ারিঃ এনআরসি, সিএএ এর বিরোধিতায় AIDSO এর তরফে আয়োজিত হতে চলেছে ‘অঙ্গীকার যাত্রা’। ১ ফেব্রুয়ারী থেকে ৭ ফেব্রুয়ারী পর্যন্ত এই অঙ্গীকার যাত্রা চলবে। শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে ১ ফেব্রুয়ারী শুরু হবে এই যাত্রা। ৭ ফেব্রুয়ারী কলকাতা কলেজ স্কোয়ারে অঙ্গীকার যাত্রার সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। 
এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনে AIDSO এর রাজ্য সভাপতি সামসুল আলম জানান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবর্ষে এই বিভেদ সৃষ্টিকারী এনআরসি, সিএএ এর তারা বিরোধিতা করছেন। পাশাপাশি তিনি আরও জানান, পশ্চিমবঙ্গের প্রায় কয়েক হাজার ছাত্র-ছাত্রী এই কর্মসূচীতে অংশগ্রহন করবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *