কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ফুলবাড়িতে AIKKMS-এর ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি

রাজগঞ্জ, ৬ ফেব্রুয়ারিঃ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ফুলবাড়িতে AIKKMS-এর ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি।শনিবার ফুলবাড়িতে অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিল সহ নানা দাবিতে এই ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি করা হয়।এদিন প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করেন সংগঠনের সদস্যরা।  


এই বিষয়ে সংগঠনের দার্জিলিং জেলা সম্পাদক আবুল কাসেম বলেন, দিল্লীতে আন্দোলনকারী কৃষকদের ওপর কেন্দ্রীয় সরকারের যে অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে ও কৃষি আইন বাতিলের দাবিতে সারাদেশ জুড়ে সমস্ত কৃষক সংগঠনের এই ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি।এই আইন বাতিল না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *