শিলিগুড়ি, ২৩ মেঃ সিজিএইচএস ওয়েলনেস সেন্টারের শিলিগুড়ি শাখায় কর্মরত তিন নিরাপত্তারক্ষীকে ছাঁটাই করার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করলো AIUTUC।
সংগঠনের অভিযোগ, পরিকল্পিতভাবে ওই তিন নিরাপত্তারক্ষীকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।তাদের জায়গায় অন্য একটি বেসরকারি কোম্পানির নিরাপত্তারক্ষীদের নিযুক্ত করা হয়েছে।এই পদক্ষেপ অন্যায় এবং শ্রমিক স্বার্থের পরিপন্থী।
অবিলম্বে ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহাল না করা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে হাটতে বাধ্য হবেন বলে জানান এআইইউটিইউসি এর সদস্যরা।