রাজগঞ্জ, ২৬ জুলাইঃ ৬ ফুট লম্বা অজগর উদ্ধার, চাঞ্চল্য এলাকায়।
জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে জলপাইগুড়ি সংলগ্ন তালমা জহরী এলাকার স্থানীয়রা চাষের জমিতে জালে অজগরটিকে আটকে থাকতে দেখেন।এরপরই খবর দেওয়া হয় গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনকে। গ্রীন জলপাইগুড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষন চেষ্টার পর প্রায় ৬ ফুট লম্বা অজগরটিকে উদ্ধার করে।
এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অঙ্কুর দাস জানায়, সকালে খবর পাই চাষের জমিতে জালের মধ্যে একটি অজগর আটকে রয়েছে৷ সাপটিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।