শিলিগুড়ি,১৫ ডিসেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের তরফে শিলিগুড়ি বাঘাযতীন পার্কে আয়োজিত হবে বিশ্বকাপ ফুটবলের মহারণ।
চলতি মাসের ১৮ তারিখ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচ।যেখানে পরস্পরকে প্রতিদ্বন্দ্বিতা করবে আর্জেন্টিনা ও ফ্রান্স।এবার কোন দেশ ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি নিজের নামে করবে সেদিকেই নজর রয়েছে ফুটবল প্রেমীরাদের।ফিফা বিশ্বকাপে গোটা বিশ্বের পাশাপাশি শিলিগুড়ি শহরেও ক্রীড়াপ্রেমীদের মধ্যে এক অন্যরকম উন্মাদনা রয়েছে।তাই এবার শিলিগুড়ির ফুটবল প্রেমীদের জন্য শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে ১৮ ডিসেম্বর ফিফার ফাইনাল খেলার দিন বাঘাযতীন পার্কে আয়োজিত করা হবে বিশ্ব ফুটবলের মহারণ।ফাইনালের দিন বাঘাযতীন পার্কে রবীন্দ্র মঞ্চে ১০/৮ এর একটি এল-ই-ডি স্ক্রীন লাগিয়ে খেলা দেখানো হবে।এছাড়াও ফিফাতে অংশগ্রহণকারী ৩২টি দেশের জাতীয় পতাকা লাগানো হবে বাঘাযতীন পার্কের ময়দান চত্বরে।
এছাড়াও খেলা চলাকালীন ফুটবল প্রেমীদের জন্য আয়োজিত করা হবে ওপেন কুইজ প্রতিযোগিতার। যারা সেই প্রতিযোগিতায় বিজয়ী হবে তাদের মঞ্চে ডেকে পুরস্কৃত করা হবে।