রাজগঞ্জ, ২৪ মেঃ ফুলবাড়ি থেকে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার করল বনদপ্তর।তবে উদ্ধারের আগেই অজগরটির মৃত্যু হয়।
সোমবার রাজগঞ্জের ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের গঠমাবাড়ি এলাকায় স্থানীয়রা ঝোপের মধ্যে অজগরটিকে দেখতে পান।স্থানীয় কয়েকজন যুবক উদ্ধারের সময় দেখেন সাপটি মৃতপ্রায়।এরপরই খবর দেওয়া হয় ডাবগ্রাম রেঞ্জ অফিসে।বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মৃত্যু হয় সাপটির।
বনকর্মীরা বলেন, সম্ভবত প্রচন্ড গরমে হিট স্ট্রোকে অজগরটির মৃত্যু হয়েছে।অজগরটিকে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়ার পর রেঞ্জারের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।