শিলিগুড়ি,১০ জানুয়ারিঃ শিলিগুড়ি নিউমিসম্যাটিক এর তরফে শুরু হল ওয়ার্ল্ড পেপার ও কয়েন এক্সিবিশন। আজ থেকে কলেজপাড়ার বাঘাযতীন ক্লাবের হলঘরে এই প্রদর্শনী অনুষ্ঠান শুরু হল। প্রায় ১৬৫ টি দেশের কয়েন এবং কাগজের টাকার পাশাপাশি প্রাচীন আমলেরও বেশ কিছু বিরল মুদ্রার দেখা মিলবে এখানে।
বেশকিছু কলেজছাত্রের উদ্যোগেই এই প্রদর্শনী অনুষ্ঠান যাদের নেশা বিভিন্ন দেশের পুরনো নোট ও কয়েন সংগ্রহ করা। পৃথিবীর সবচেয়ে দামী মুদ্রা কুয়েতি দিনার এবং সবচেয়ে কমদামী মুদ্রা ইরানি রিয়াল ও এই প্রদর্শনীতে দেখা যাবে। প্রদর্শনী ছাড়াও বেশকিছু মুদ্রা এখানে চাইলে কিনতেও পাওয়া যাবে। ১১ জানুয়ারী পর্যন্ত এই প্রদর্শনী অনুষ্ঠান চলবে।