রাজগঞ্জ, ২৫ অক্টোবরঃ অকাল বৃষ্টিতে আখ চাষে ক্ষতির মুখ দেখছেন আখ চাষী অলিন চন্দ্র রায়।
রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বেলাকোবা অঞ্চলের ডাঙ্গাপাড়ার অলিন বাবু দীর্ঘ ৭ বছর ধরে আখচাষ করে আসছেন।শিলিগুড়ি, জলপাইগুড়ির পাশ্ববর্তী এলাকার পাইকার ও আখের রস বিক্রেতারা এসে আখ নিয়ে যান।এবছর প্রায় দুই বিঘা জমিতে আখ চাষ করেছেন।ফলন ভালো হলেও অকাল বৃষ্টিতে পরে গিয়েছে আখ গাছ।ফলে ক্ষতির মুখ দেখছেন তিনি।
এই বিষয়ে আখ চাষী অলিন চন্দ্র রায় বলেন, দুই বিঘা জমিতে এবছর আখ চাষ করেছি।ফলন ভালোই হয়েছে।কিন্তু হঠাৎ হওয়া বৃষ্টিতে আখ গাছ পড়ে যাওয়ায় সঠিক দাম দিচ্ছেন না পাইকাররা।আগে ১৫ টাকা পিস দরে বিক্রি হলেও এখন গাছ গুলো পরে যাওয়ায় সেই দাম মিলছে না।