শিলিগুড়ি, ১৪ জানুয়ারিঃ নিরাপত্তার বেষ্টনি ভেদ করে সকাল থেকেই আকাশে উড়ছিল বড় বড় দুটি উন্নতমানের ড্রোন।মঙ্গলবার ড্রোন উড়ার ছবি ধরা পড়তেই ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে আটক করলো এনজেপি থানার পুলিশ।
জানা গিয়েছে, এদিন সকালে রেলের নিরাপত্তা কর্মীদের ক্যামেরায় ধরা পড়ে ড্রোন উড়ানোর ছবি।কারা এই ড্রোন উড়াচ্ছে।তা নিয়ে শুরু হয় খোঁজ।অবশেষে রেল কর্তৃপক্ষ এনজেপি থানার দ্বারস্থ হয়।এনজেপি থানার পুলিশ তদন্ত নেমে প্রায় দুঘন্টার প্রচেষ্টায় ফুলবাড়ি টি পার্কের সামনে থেকে অনুমতি না নিয়ে ড্রোন উড়ানোর অভিযোগে আটক করে ভিনরাজ্যের পাঁচজনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যারা ড্রোন উড়াচ্ছিল তারা কোন রেলের ঠিকাদারের অধীনে কর্মরত। এনজেপি নতুন স্টেশনের কাজের জন্য ড্রোন উড়ানো হয়েছিল।তবে স্থানীয় প্রশাসনিক মহলে অনুমতি না নেওয়ার জন্যই আতঙ্কের সৃষ্টি হয়।সমস্ত বিষয় গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।