শিলিগুড়ি, ৩ জুলাইঃ কলেজের গেস্ট টিচারদের স্থায়ী শিক্ষক করার প্রতিবাদে সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
অভিযোগ, রাজ্য সরকার কলেজ শিক্ষকের নামে নিজেদের লোক ঢোকাতে চাইছে। এই তালিকায় এমন প্রচুর শিক্ষক রয়েছেন যারা যোগ্যতা ছাড়াই স্থায়ী চাকরি পেয়ে যাচ্ছেন। ফলে অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।
তাদের দাবি, অবিলম্বে রাজ্য সরকারকে এই সিদ্ধান্ত বদল করতে হবে তা নাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বৃহত্তর আন্দোলনে নামবে।