করোনা ভাইরাস নিয়ে জনমনে আতঙ্ক কাটাতে ও সংক্রমণ এড়াতে বিশ্বের এক-এক দেশের স্বাস্থ্যবিদেরা এক-এক পরামর্শ দিয়েই চলেছেন।এবারে গবেষণায় উঠে এলো একেবারে অন্য একরকমের তথ্য।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করোনা ভাইরাস (কোভিড-১৯) বাতাসে ৩০ মিনিটের মতো ভেসে থাকতে পারে এবং করোনা আক্রান্ত রোগীর থেকে ১৩ ফুট দূরত্বেও কার্যকর রয়েছে করোনা ভাইরাস।চিনা গবেষকের দল উহানের হৌশেনশান হাসপাতালের কোভিড আক্রান্তদের আইসিইউ ও জেনারেল ওয়ার্ডের বায়ু ও মেঝের থেকে নমুনা সংগ্রহ করে এই তথ্য পেয়েছেন। তাঁরা দেখেছেন, হাসপাতালের মেঝেতেই সবচেয়ে বেশি ভাইরাস পড়ে রয়েছে। মাধ্যাকর্ষণ শক্তি ও বায়ুর গতির কারণেই এই ঘটনা ঘটেছে বলে তাঁরা মনে করছেন।
(ইন্টারনেট চিত্র)
