নকশালবাড়ি, ৩ ডিসেম্বরঃ টোটো চালককে ভালোভাবে গাড়ি চালানোর কথা বলেছিলেন।তাতেই আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী।নকশালবাড়ির ঘটনা।
শনিবার নকশালবাড়ির স্টেশন মোড়ে একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয় একটি টোটো। সেইসময় রাস্তা দিয়ে ভালোভাবে টোটো চালানোর পরামর্শ দেন বিজেপি কর্মী শ্যামল রায়। অভিযোগ, পরে বিজেপি কর্মী নিজের দোকানে কাজ করার সময় বেধড়ক মারধর করে টোটো চালক। জখম অবস্থায় নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি হন বিজেপি কর্মী।গোটা ঘটনায় নকশালবাড়ি থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার আক্রান্ত বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে আসেন বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ। এদিন তিনি জানান, দুষ্কৃতিরা আমাদের কর্মীকে মারধর করে।দুষ্কৃতিদের গ্রেফতার করার আশ্বাস দিয়েছে পুলিশ। ২৪ ঘন্টার মধ্যে পুলিশ ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।এর সঙ্গে রাজনৈতিক যোগ থাকার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে নকশালবাড়ির ব্লক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি পৃথ্বীশ রায় জানান, এই ঘটনা নিয়ে জানা নেই। কেউ আক্রান্ত হলে পুলিশ ব্যবস্থা নেবে। কিছু হলেও বিজেপি তৃণমূলের ওপর দোষ দেয়। দোষীদের শাস্তির দাবীতে আক্রান্তকে নিয়ে থানায় যাওয়ার বার্তা দেন তিনি।