শিলিগুড়ি,১৬ সেপ্টেম্বরঃ করোনার তৃতীয় ঢেউয়ের মাঝেই উত্তরবঙ্গ জুড়ে শিশুদের অজানা জ্বর এখন নতুন আতঙ্ক।গত কয়েক দিনে উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতালে শিশুদের জ্বর, সর্দি ও কাশির লক্ষণ নিয়ে প্রচুর শিশু চিকিৎসাধীন।ইতিমধ্যেই গত বুধবারই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট আসে ডেঙ্গু ও স্ক্রাব টাইফাসের।ডেঙ্গুর প্রকোপ লক্ষ্য করা যেতেই সতর্ক হচ্ছে শিলিগুড়ি পুরনিগম।
বিষয়টি নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সাথে আগামী শুক্রবার বৈঠক করতে চলেছেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।বৈঠকে স্বাস্থ্য দপ্তর থেকে যে গাইডলাইন দেওয়া হবে সেই অনুযায়ী কাজ করবে শিলিগুড়ি পুরনিগম।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, বিষয়টি নিয়ে তৎপর রয়েছে শিলিগুড়ি পুরনিগম।ডেঙ্গু নিয়ে ইতিমধ্যে সচেতন করা হচ্ছে।কোথাও যাতে জমা জল না থাকে সেদিকেও নজরদারি চালাচ্ছে শিলিগুড়ি পুরনিগম।