ফাঁসিদেওয়া, ১০ সেপ্টেম্বরঃ পথ দুর্ঘটনায় মৃত দার্জিলিং এফসি দলের গোলরক্ষক তথা ফাঁসিদেওয়ার গঙ্গারাম চা বাগানের বাসিন্দা অ্যালবার্ট তির্কির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানালেন রাজ্যের অনগ্রসর দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক।
এদিন মন্ত্রী জানান, পথ দূর্ঘটনা হয়েছে।পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।যদি এই মৃত্যুর পেছেনে অন্যকোনো কারণ থাকে তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।পাশাপাশি পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দেন তিনি।
প্রসঙ্গত, গত বুধবার শিলিগুড়ি থেকে ডামডিমে যাওয়ার সময় শিলিগুড়ির শালুগাড়ার একটি মলের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় তার।