শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বরঃ কিছুদিন আগে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় উদীয়মান ফুটবলার অ্যালবার্ট তির্কির।তার স্মৃতির উদ্দেশ্যে ইউনাইটেড নর্থ বেঙ্গল প্লেয়ার অ্যাকাডেমি অ্যান্ড ক্লাবের উদ্যোগে আজ একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হল।এদিনের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন ডঃ সপ্তর্ষি ঘোষ।
জানা গিয়েছে, এই ফুটবল প্রতিযোগিতায় শিলিগুড়ি, কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং, সিকিম সহ বিভিন্ন জায়গা থেকে প্রায় ১৬টি দল অংশগ্রহণ করেছে।
এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্যে প্রয়াত ফুটবলার অ্যালবার্ট তির্কিকে স্মরণ করা এবং এই প্রতিযোগিতার মাধ্যমে যা অর্থ সংগ্রহ হবে তা অ্যালবার্ট তির্কির পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
এই বিষয়ে ডঃ সপ্তর্ষি ঘোষ বলেন, ইউনাইটেড নর্থ বেঙ্গল প্লেয়ার অ্যাকাডেমি অ্যান্ড ক্লাবের উদ্যোগে প্রয়াত ফুটবলার অ্যালবার্ট তির্কির স্মৃতির উদ্দেশ্যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।এটা খুবই ভালো উদ্যোগ।