আলিপুরদুয়ার পৌরসভায় ১৬টি ওয়ার্ডে জয়ী তৃণমূল

আলিপুরদুয়ার, ২ মার্চঃ আলিপুরদুয়ার পৌরসভাও তৃণমূলের দখলে।আলিপুরদুয়ার পৌরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডে কংগ্রেস জিতলেও, বিজেপি এবং বামফ্রন্ট কোনো আসন পায়নি।২০টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, নির্দল ৩ টি আসনে কংগ্রেস ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে। 


২০টি ওয়ার্ডের মধ্যে কোন কোন ওয়ার্ডে কারা জয়ী? দেখুন তালিকা  

ওয়ার্ড ১: প্রসেনজিৎ কর (তৃণমূল)


ওয়ার্ড ২: শ্রীলা দত্ত (নির্দল)

ওয়ার্ড ৩: মৌসুমি বাগচি (তৃণমূল)

ওয়ার্ড ৪: সুস্মিতা রাহা (তৃণমূল)

ওয়ার্ড ৫: দেবকান্ত বরুয়া (তৃণমূল)

ওয়ার্ড ৬: গার্গী তালুকদার (নির্দল)

ওয়ার্ড ৭: পার্থ প্রতিম ঘোষ (তৃণমূল)

ওয়ার্ড ৮: মিতালী মজুমদার (তৃণমূল)

ওয়ার্ড ৯: দীপক সরকার (তৃণমূল) 

ওয়ার্ড ১০: ঝুমা মিত্র (নির্দল)

ওয়ার্ড ১১: পার্থ সরকার (তৃণমূল) 

ওয়ার্ড ১২: দীপ্ত চ্যাটার্জি (তৃণমূল) 

ওয়ার্ড ১৩: আনন্দ কুমার জসওয়াল (তৃণমূল)

ওয়ার্ড ১৪: মাধবী দে সরকার (তৃণমূল) 

ওয়ার্ড ১৫: পার্থ প্রতিম মন্ডল (তৃণমূল)

ওয়ার্ড ১৬: দিবাকর পাল (তৃণমূল)

ওয়ার্ড ১৭: মাম্পী অধিকারী (তৃণমূল) 

ওয়ার্ড ১৮: অরূপা রায় (তৃণমূল)

ওয়ার্ড ১৯: মদন ঘোষ (তৃণমূল)

ওয়ার্ড ২০: শান্তনু দেবনাথ (কংগ্রেস)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELcasibom girişcasibomgrandpashabet giriş