আলিপুরদুয়ার, ৩১ জানুয়ারিঃ আলিপুরদুয়ার জেলার দলগাঁও চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হল একটি চিতাবাঘ।
বুধবার সাত সকালে চিতাবাঘের হুঙ্কারে ঘুম ভাঙে চা শ্রমিক মহল্লার।এরপরই খাঁচাবন্দী চিতাবাঘটিকে দেখতে পান স্থানীয়রা।খবর দেওয়া হয় বনদপ্তরে।খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা পৌঁছে দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে চিতাবাঘটিকে নিয়ে গিয়েছে।
তবে এলাকাবাসীর অনুমান, এখনও অনেক চিতা বাঘ রয়েছে চা বাগানে।আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।