আলিপুরদুয়ার, ১০ জানুয়ারিঃ মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে হাজির হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।সোনার দোকানে চুরির ঘটনায় গতবছর নভেম্বর মাসে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত।সেই মামলায় আজ আদালতে হাজির হলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত, ২০০৯ সালে আলিপুরদুয়ারে দুটি সোনার দোকানে চুরির ঘটনায় নাম জড়ায় মন্ত্রী নিশীথ প্রামানিকের।তাঁর বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।নিশীথ প্রামানিক ২০১৯ সালে সাংসদ হওয়ার পর ওই মামলাটি বারাসাতের এমপি আদালতে স্থানান্তরিত হয়।কিন্তু পরবর্তীতে নিশীথ প্রামানিকের বিশেষ আবেদনের ভিত্তিতে মামলাটি ফের আলিপুরদুয়ার আদালতের লোয়ার কোর্টে পাঠানোর নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্ট।গত ১১ নভেম্বর ওই মামলা শুনানি ছিল, তবে নিশীথ প্রামানিকের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
এদিন আলিপুরদুয়ার আদালতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক হাজির হওয়ার সময় আদালত চত্বরে ছিল বিশাল পুলিশ বাহিনী ও বিজেপি কর্মী সমর্থকেরা।