আলিপুরদুয়ার, ২৮ এপ্রিলঃ বিজেপির ডাকা বনধের প্রভাব পড়লো আলিপুরদুয়ারে।শুক্রবার সকাল থেকে আলিপুরদুয়ার জেলার জয়ঁগা,হ্যামিল্টনগঞ্জ, কালচিনি,আলিপুরদুয়ার সহ বিভিন্ন এলাকায় পথে নামে বিজেপি কর্মীরা।
আলিপুরদুয়ারের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের ডিপো বন্ধ করে দেয় বনধ সমর্থনকারীরা।সকালে সরকারী বাসের পাশাপাশি বেসরকারী বাসও পথে নামেনি।কালচিনি এলাকাতেও বিজেপি কর্মীরা বনধের সমর্থনে পথে নামে।আলিপুরদুয়ার চৌপিথিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।
আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের লিচু তলায় বন সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বাঁধে।পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে ফালাকাটা ব্লকের জটেশ্বরে বনধ সমর্থনকারীরা রাস্তায় নেমে দোকানপাট বন্ধ করে দেয়।জটেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় বিজেপির বনধ সমর্থনকারীরা বাস আটকানোর চেষ্টা করলে পুলিশ এসে বনধ সমর্থকদের সরিয়ে দেয়।জটেশ্বর উচ্চ বিদ্যালয় খোলা নিয়ে তৈরি হয় উত্তেজনা।বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।