আলিপুরদুয়ার, ৪ জুনঃ লকডাউনে ছাড় পাওয়ার পর থেকেই স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে আলিপুরদুয়ার জেলা। শুরু হয়েছে টোটো ও অন্যান্য যান চলাচল।তবে সরকারি সমস্ত নির্দেশিকা মেনেই গাড়ি চলাচল শুরু হয়েছে।যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে টোটো গুলিতে প্লাস্টিকের পর্দা লাগানো হয়েছে।এরফলে যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় থাকবে।
টোটো চালকরা জানান, সরকারি নিয়ম মেনে ১-২ জন করে যাত্রী নেওয়া হচ্ছে।এছাড়াও টোটোতে স্যানিটাইজার রাখা হয়েছে।
এই বিষয়ে হাসিমারা ট্রাফিক ওসি বিজয় দে বলেন, যাত্রী ও চালকদের মধ্যে দূরত্ব বজায় রাখতে সমস্ত টোটো চালকদের প্লাস্টিকের পর্দা লাগাতে বলা হয়েছে।এছাড়া সবাইকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার কথা বলা হয়েছে।