আলিপুরদুয়ার, ২৬ জুলাইঃ প্রসবকালীন মৃত্যু রুখতে এবং প্রসবকালীন মায়েদের ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যে বুধবার আলিপুরদুয়ার জেলার ডুয়ার্সকন্যায় বৈঠক করা হল।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুমিত গাঙ্গুলি ছাড়াও বিভিন্ন ব্লকের স্বাস্থ্য আধিকারিক, চিকিৎসক ও গত দুই মাসে যেসমস্ত গর্ভবতী মায়েদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সদস্যরা।
এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুমিত গাঙ্গুলি জানান, এবছরে এখনও অবধি গোটা জেলায় প্রসবকালীন ৭ জনের মৃত্যু হয়েছে এবং গত দুমাসে তিন জনের মৃত্যু হয়েছে।এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।কোনো গাফিলতি হচ্ছে কিনা,পরিষেবায় কোনো ত্রুটি রয়েছে কিনা এবং কিভাবে ভালো পরিষেবা দেওয়া যায় এই সমস্ত বিষয়ে আলোচনা হয়।