আলিপুরদুয়ার, ৩০ ডিসেম্বরঃ লোকালয়ে চলে এল গন্ডার।সোমবার সকালে জলদাপাড়ার জঙ্গল থেকে বেড়িয়ে আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের সিমলাবাড়ি এলাকায় ঢুকে পড়ে গন্ডার।
এলাকায় গন্ডার নজরে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।খবর দেওয়া হয় বনদপ্তরে।ঘটনাস্থলে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা পৌঁছে কুনকি হাতির সাহায্যে গন্ডারটিকে জঙ্গলে পাঠানোর কাজ শুরু করে।দীর্ঘক্ষণের প্রচেষ্টায় গন্ডারটি জঙ্গলে চলে যায়।