আলিপুরদুয়ার, ১৮ জুলাইঃ উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আলিপুরদুয়ারে গেলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক।মঙ্গলবার প্রথমে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের জলদাপাড়া সংলগ্ন শাল কুমারের সিসামারা নদীর বাঁধ পরিদর্শন করেন মন্ত্রী।এরপর সেখান থেকে কালচিনি ব্লকের উদ্দেশ্যে রওনা দেন মন্ত্রী।
মন্ত্রী আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত গোবরজদি সেতু, বাসরা নদী বাঁধ পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক খতিয়ে দেখেন।
এদিন মন্ত্রী বলেন, ভুটান অবৈজ্ঞানিকভাবে পাহাড় কাটছে। ভুটান পাহাড় থেকে আলিপুরদুয়ার জেলায় প্রবেশ করছে ভুটানের জল।তাদের কোন পরিকল্পনা নেই কোথা থেকে জল যাবে।সেখান থেকে জল এসে আলিপুরদুয়ার জেলার বিস্তর এলাকা বন্যা কবলিত হচ্ছে।কেন্দ্রীয় সরকার ভুটানের সঙ্গে এই বিষয়ে কথা বলছে না।