আলিপুরদুয়ার, ৯ আগস্টঃ ত্রিপুরায় তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বদের ওপর হামলার প্রতিবাদে সবর হয়েছে তৃণমূল কংগ্রেস।
সোমবার আলিপুরদুয়ার শহরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন আলিপুরদুয়ার টাউন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
পাশাপাশি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকেও এদিন প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়।