‘২ মে দিদি বাংলার গদি থেকে সরছেন’-আলিপুরদুয়ারে আক্রমণাত্মক অমিত শাহ

আলিপুরদুয়ার,২ এপ্রিলঃ ‘২ মে দিদি বাংলার গদি থেকে সরছেন।বিজেপি ক্ষমতায় আসছেই’।আলিপুরদুয়ারের সুভাষিনীতে এসে এমনটাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


এদিন অমিত শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য ফ্রি ট্রাভেলিং এর ব্যবস্থা করা হবে।মেয়েদের কেজি থেকে পিজি অবদি পড়ানোর ব্যবস্থা করা হবে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একহাত নিয়ে বলেন, দিদি কেন্দ্রের কোনো সুবিধা বাংলার মানুষকে পেতে দেননি।আয়ুষ্মান ভারতের সুবিধা বিজেপি সরকার এলেই পাবে আমজনতা।বাংলার শিক্ষকদের বেতনবৃদ্ধি করা হবে।শরণার্থীদের সম্মানের সঙ্গে নাগরিকত্ব দেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet giriş