আলিপুরদুয়ার, ২৯ মেঃ আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত এলাকা জয়ন্তী চা বাগান থেকে দুটি সরকারি বাস পরিষেবা চালু হল।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পক্ষ থেকে সোমবার দুটি সরকারি বাস পরিষেবা চালু করা হয়।জানা গিয়েছে, একটি বাস জয়ন্তী চা বাগান থেকে আলিপুরদুয়ার হয়ে মালবাজার, শিলিগুড়ি পৌছাবে এবং পূনরায় শিলিগুড়ি থেকে ছেড়ে আলিপুরদুয়ার হয়ে জয়ন্তী চা বাগানে আসবে।অপরটি জয়ন্তী চা বাগান থেকে হাতিপোতা হয়ে আলিপুরদুয়ার পূনরায় আলিপুরদুয়ার থেকে হাতিপোতা হয়ে জয়ন্তী এসে পৌছাবে।
সোমবার জয়ন্তী চা বাগানে আনুষ্ঠানিকভাবে এই দুটি বাস পরিষেবার সূচনা করেন এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার সহ অন্যান্যরা।