রাজ্যজুড়ে জারি আংশিক লকডাউন,আলিপুরদুয়ারের বিভিন্ন বাজারে কমছে ক্রেতা সংখ্যা

আলিপুরদুয়ার,১ মেঃ সকাল থেকেই আলিপুরদুয়ার জেলা জুড়ে শুরু হয়েছে ঝড়ো হাওয়া-বৃষ্টি।এদিকে গতকাল থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে আংশিক লকডাউন।সকাল ৭টা থেকে ১০টা এবং দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত দোকান-পাট খোলা রাখার নির্দেশ দিয়েছে নবান্ন।


আজ সকালে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন বাজারে ক্রেতা সংখ্যা তুলনামূলকভাবে কম লক্ষ্য করা গেল। বেশিরভাগ ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক ব্যবহার করতেও দেখা গেল।তবে এখনও অসেচতন বেশকিছু মানুষ।মাস্কহীন অবস্থায় রাস্তায় বের হওয়ার পাশাপাশি অনেককেই আবার দেখা গেল থুতনিতে মাস্ক নামিয়ে রাখতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasibom girişcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibom