আলিপুরদুয়ার,২৭ এপ্রিলঃ অক্সিজেনের ঘাটতি মেটাতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বসানো হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট।জানা গিয়েছে, এই প্ল্যান্ট থেকে রোগীদের বেড পর্যন্ত অক্সিজেন নিয়ে যাওয়ার জন্য বসানো হবে পাইপ লাইনও।সেই পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন পাবেন বেডে থাকা রোগীরা।সমগ্র প্রকল্পটিতে খরচ হবে ৬০ লক্ষ টাকা।
আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার চিন্ময় বর্মন বলেন, এই প্রকল্পের ফলে রোগী, চিকিৎসক, নার্স সকলের সুবিধা হবে।হাসপাতালেই অক্সিজেন প্ল্যান্টের সঙ্গে রোগীদের বেড পর্যন্ত পাইপ লাইন যুক্ত থাকবে।কোভিড রোগীদের জন্য যে নির্দিষ্ট বেড রয়েছে তার সঙ্গেও অক্সিজেন পাইপলাইন যুক্ত থাকবে।পাশাপাশি অন্যান্য ওয়ার্ডগুলিতেও পাইপলাইন পৌঁছে যাবে।এজেন্সিকে দ্রুত কাজটি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।জেলা হাসপাতালের জরুরী বিভাগের ঠিক পেছনেই অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ চলছে।