আলিপুরদুয়ার,৩ ফেব্রুয়ারিঃ বুধবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।জনসভায় বিজেপি ও দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া কথা শোনান তিনি।বলেন,‘যারা লোভী-ভোগী তাদের জন্য রাস্তা খোলা আছে, চলে যান।প্রকৃত তৃণমূল কর্মীরা কেউ ভোগী নন’।এদিন নাম না করে সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব ব্যানার্জিকেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।বলেন, ‘বনসহায়ক পদ নিয়ে ও কিছু কারসাজি করেছে।আমার কাছে অভিযোগ এসেছে।তদন্ত করা হচ্ছে’।
পাশাপাশি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে মমতা ব্যানার্জি বলেন, বিজেপিকে বিদায় দিন।এরা দেশ বেঁচে দেবে।দাঙ্গাবাজ বিজেপির এখানে কোনও জায়গা নেই।বিজেপি শুধু ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যায়।ভোটের আগে চা বাগান খোলার কথা বলেছিল।জেতার পর আর কাওকে দেখা যায়নি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, সব উদবাস্তু কলোনিকে পাট্টা দিচ্ছে রাজ্য সরকার।চা বাগানের উন্নয়নে রাজ্য সরকার সব করেছে।নারায়ণী সেনার বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। প্রচুর মানুষের চাকরি হবে। আগামী ৭-৮ দিনের মধ্যেই নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে। আপনারা ভাল থাকবেন। বিজেপি হল ওয়াশিং মেশিন। দুর্নীতিবাজ, চোর, দুষ্কৃতী সব বিজেপিতে যাচ্ছে। আর বলছে বিজেপি জিতবে। বিজেপি কোনও দিন জিতবে না। তৃণমূলই জিতবে।