শিলিগুড়ি, ২০ ডিসেম্বরঃ বাস ও অটোতে পড়ুয়াদের এক তৃতীয়াংশ ভাড়া করার দাবিতে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের তরফে মিছিল বের করা হল।পাশাপাশি এদিন আরটিও দপ্তরের আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হয়।
অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের সদস্যরা জানান, করোনা মহামারির জেরে আর্থিক সংকটে বহু মানুষ।জেলার অধিকাংশ পড়ুয়া গরীব পরিবারের।রাজ্য সরকারের নির্দেশে সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে গিয়েছে।এই পরিস্থিতি পড়ুয়াদের বাস এবং অটোতে করে যাতায়াত করতে হচ্ছে।বাস ও অটোতে বেশী ভাড়া দিতে হচ্ছে।
পড়ুয়াদের যাতে গাড়ি ভাড়া নিয়ে কোনো সমস্যায় না পড়তে হয় এই কারণে আজ সংগঠনের তরফে এক তৃতীয়াংশ ভাড়া নেওয়ার দাবিতে মিছিল করে বিক্ষোভ দেখানো হয়।পাশাপাশি আরটিও দপ্তরে আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হয়।তাদের এই সমস্যার সমাধান না হলে আগামীতে গোটা রাজ্যে এর বিরুদ্ধে বিক্ষোভ চলবে বলে জানান সংগঠনের সদস্যরা।