শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ অজানা জ্বরে আক্রান্ত শিশুদের চিকিৎসা পরিষেবায় কোনোরকম গাফিলতি নয়,শিশুদের সুচিকিৎসা প্রদান করতে হবে এই দাবিতে সরব হল সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি দার্জিলিং জেলা কমিটি।
এদিন অবিলম্বে শিশুদের অসুস্থ হওয়ার সঠিক তথ্য দিয়ে সুচিকিৎসা প্রদানের দাবি জানিয়ে আন্দোলনে সরব হন সংগঠনের সদস্যরা।সংগঠনের তরফে শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপারকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের জেলা সভানেত্রী স্নিগ্ধা হাজরা জানান, সমস্ত অসুস্থ শিশুদের হাসপাতালে রেখে সুচিকিৎসা করে সুস্থ করেই বাড়ি ফেরাতে হবে।এই দাবিতে আজ হাসপাতাল সুপারকে স্মারকলিপি প্রদান করা হল।