৭ দফা দাবীতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে সরব অল ইন্ডিয়া রেলওয়ে পেনশর্নাস অ্যাসোসিয়েশন

শিলিগুড়ি, ১ সেপ্টেম্বরঃ রেলকে বেসরকারিকরণ, নতুন পেনশন আইন বাতিল,চাকরি ক্ষেত্রে নিরাপত্তা  সহ ৭ দফা দাবী নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে সরব হল অল ইন্ডিয়া রেলওয়ে পেনশর্নাস অ্যাসোসিয়েশন।


জানা গিয়েছে, মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে দেশের সমস্ত রেল দপ্তরে রেল আধিকারিক মারফৎ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি পাঠানো হয়।এদিন এনজেপি,জংশন ও শিলিগুড়ি টাউন স্টেশন শাখার পক্ষ থেকে এনজেপি এডিআরএমকে ৭ দফা দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়।

মঙ্গলবার এই আন্দোলনের শুরুতে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় স্মৃতিতে ২ মিনিট নীরবতা পালন করা হয়।


সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরেই তারা নতুন পেনশন আইন বাতিল, রেলকে বেসরকারিকরণ, চাকরির ক্ষেত্রে নিরাপত্তা সহ বিভিন্ন দাবী নিয়ে আন্দোলন করে আসছেন।সেই  দাবীকে জোরালো করতে আরও একবার দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।যদি কেন্দ্রীয় সরকার তাদের দাবী  না মেনে নেয় তবে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş