শিলিগুড়ি, ১৮ আগস্টঃ জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিলে নামল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি।
মঙ্গলবার শিলিগুড়ি প্রধান ডাক বিভাগের সামনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকারা বিক্ষোভে নামেন।
সেভ এডুকেশন কমিটির তরফে জানানো হয়, জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে গোটা দেশজুড়ে আজ তারা প্রতিবাদ দিবস পালন করছেন। তাদের অভিযোগ ২০১৯ এ জাতীয় শিক্ষা নীতির যে খসড়া প্রস্তাব পাশ হয়েছিল এরপর সারা ভারতবর্ষ থেকে শিক্ষক, বুদ্ধীজীবী সমস্ত মহল থেকেই মতামত পাঠানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে। তবে সেই মতামতের কোনো গুরুত্ব না দিয়ে শুধুমাত্র বিজেপির ছাত্র সংগঠনেই কথাকেই গুরুত্ব দেওয়া হয়েছে।