শিলিগুড়ি, ২৪ ডিসেম্বরঃ রাত পোহালেই বড়দিন।বড়দিন পালন করতে পিছিয়ে নেই শহর শিলিগুড়ি।বড়দিন ও নতুন বছর উপলক্ষে সেজে উঠেছে শহর।শিলিগুড়ির মহাত্মাগান্ধী মোড় ও নৌকাঘাট মোড়কে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে শিলিগুড়ি পুরনিগম ও শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ।
শনিবার মহাত্মাগান্ধী মোড়ে আলোকসজ্জার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব।এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, পুরনিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া, মেয়র পারিষদ দুলাল দত্ত সহ অন্যান্যরা।সেখান থেকে নৌকাঘাটে যান মেয়র।
এদিকে নৌকাঘাট মোড়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা এবং সুইচ টিপে আলোকসজ্জার উদ্বোধন করেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, SJDA সদস্য গৌতম গোস্বামী, রঞ্জনশীল শর্মা, মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা।
এই বিষয়ে মেয়র গৌতম দেব জানান, এসজেডিএ, পুরনিগম ও পর্যটন দপ্তরের তরফে সুন্দরভাবে শহরকে সাজিয়ে তোলা হয়েছে।শহরে উৎসব শুরু হয়ে গিয়েছে।সকলকে বড়দিনের শুভেচ্ছাও জানান তিনি।
অন্যদিকে সৌরভ চক্রবর্তী জানান, বড়দিন ও নতুন বছরের আনন্দে এই প্রথম সামিল হয়েছে এসজেডিএ।এই আলোকসজ্জা ২৪ শে ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী পর্যন্ত শহরকে আলোকিত করবে।