শিলিগুড়ি,৬ নভেম্বরঃ সামনেই দীপাবলি।আলোর উৎসবে সেজে উঠবে গোটা শহর।তবে এবার চিনা লাইট বয়কট করে দেশীয় পিভিসি ল্যাম্প কিনছেন অনেকেই।
জানা গিয়েছে, নানান রঙ ও আকারের এই পিভিসি শেডগুলি মূলত তৈরি হয় গুজরাটে।এরপর এগুলি শিলিগুড়িতে নিয়ে এসে কাটিং ও সেট করে বিক্রি করা হয়। নোংরা হয়ে গেলে জল দিয়ে পরিষ্কারও করা যাবে। এই পিভিসি ল্যাম্প শেডগুলির মধ্যে এলইডি বাল্ব হোল্ডার দিয়ে লাগিয়ে দিলেই আলোয় সেজে উঠবে আপনার বাড়ি, ফ্ল্যাট কিংবা অফিস। ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এই পিভিসি ল্যাম্প শেড।
ব্যবসায়ী সুদীপ্ত সাহা জানান, গুজরাট থেকে নিয়ে আসা হচ্ছে এই পিভিসি প্লাস্টিক ল্যাম্পের সামগ্রীগুলো। সেগুলো নিজের হাতে আমরা তৈরি করছি। চিনা আলো বয়কট করে সকলেই এবছর এই ল্যাম্প শেডগুলি দীপাবলিতে ব্যবহার করতে পারবেন।