শিলিগুড়ি, ৮ এপ্রিলঃ অল্প বৃষ্টিতেই হাঁটু জল জমে যায় ফুলবাড়ি ২ নম্বর অঞ্চলের জটিয়াকালি প্রাথমিক বিদ্যালয়ে।সমস্যায় পড়ুয়া থেকে শিক্ষকেরা।
বর্ষা আসার আগেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি।উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বেশকিছু দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে।সেই বৃষ্টিতেই হাঁটু জল জমে গিয়েছে ফুলবাড়ি ২ নম্বর অঞ্চলের জটিয়াকালি প্রাথমিক বিদ্যালয়ে।ন্যাশনাল হাইওয়ের পাশে অবস্থিত হওয়ায় নয়ানজুলি পার করেই বিদ্যালয়ে প্রবেশ করতে হচ্ছে পড়ুয়াদের।এই সমস্যা সমাধানে হেলদোল নেই প্রশাসনের।প্রতিবছরই এই সমস্যার মুখে পড়তে হয় বলে অভিযোগ।যার জন্য এদিন ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষকেরা।
এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র রায় জানান, অল্প বৃষ্টিতেই হাঁটু সমান জল জমে যায়।বহুবার বিভন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি।অনেকেই এসে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন।তবে কেউ কোনোদিন উদ্যোগ নেননি।দ্রুত এর স্থায়ী সমাধানের দাবি জানান তিনি।