জলপাইগুড়ি, ১৫ ডিসেম্বরঃ আলু চাষে ধসা রোগ,ক্ষতির মুখে আলু চাষীরা।জলপাইগুড়ি জেলার টাকিমারি তিস্তা চর এলাকায় বিঘার পর বিঘা জমিতে ধসা রোগ ধরে মরে যাচ্ছে আলু গাছ।ফলে মাথায় হাত আলু চাষীদের।
এলাকার আলুচাষীরা জানান, এলাকায় প্রায় সকলেই আলু চাষ করেছেন।প্রায় হাজার বিঘার উপর জমিতে আলু চাষ করা হয়েছে।মাটির নীচে আলু সব পচে যাচ্ছে, সঙ্গে আলুগাছও মরে যাচ্ছে।আলু ক্ষেতে দেখা দিয়েছে ধসা রোগ। অনেকে বাজার থেকে ঋণ নিয়ে আলুর চাষ করেছেন।কিভাবে সেই টাকা পরিশোধ করবেন ভেবে পাচ্ছেন না।তাই সরকারি সাহায্য পেলে ক্ষতির পরিমাণ কমবে বলে জানান তারা।
এই বিষয়ে জলপাইগুড়ির কৃষি দফতরের সহ অধিকর্তা পাপিয়া ভট্টাচার্জী জানান, এই রোগ আলুর বীজ, মাটি, আবহাওয়া যেকোনো কারণে হতে পারে। তবে কোথা থেকে এই রোগের সৃষ্টি হয়েছে তা জানতে হলে আলুর ক্ষেত পরিদর্শন করতে হবে তার পরেই সঠিক কারন বলা যাবে। যারা শষ্য বীমার আওতায় রয়েছেন তারা দফতরের নিয়ম অনুযায়ী তাদের ক্ষতিপূরণ পাবেন।