শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল আলুর বস্তা।কিন্তু পুলিশের কাছে খবর ছিল আলুর আড়ালে পাচার হচ্ছে অন্যকিছু। এরপরই আলুর বস্তা খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। সারি সারি মদের কার্টন বেরিয়ে এলো আলুর বস্তা থেকে।
শিলিগুড়ি হয়ে বিহারে মদ পাচারের ঘটনা নতুন কিছু নয়।কিন্তু নিত্যনতুন কায়দায় এখন বিহারে মদ ঢুকছে।মঙ্গলবার রাতে ফাঁসিদেওয়ার বিধাননগরের মুরালিগঞ্জে তল্লাশি চালিয়ে পুলিশ আলুর বস্তার মধ্যে থেকে মদ উদ্ধার করে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে জাতীয় সড়কে একটি চারচাকা আলুবোঝাই গাড়ি আটক করা হয়।
এরপর গাড়িটিতে তল্লাশি চালাতেই আলুর বস্তার ভেতর থেকে প্রায় ৫২ কার্টন মদ উদ্ধার হয়। এরপরই পুলিশ গাড়ির চালক ও সহকারী চালককে গ্রেফতার করে।ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ দেবেন্দ্র সিং ও সিমরণ সিং নামে দুইজনকে ধরেছে। তারা বিহারের বাসিন্দা বলে পুলিশ জানতে পেরেছে।

