শিলিগুড়ি, ২২ নভেম্বরঃ বৃদ্ধি পেয়েছে আলুর দাম।সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।আলুর দাম বৃদ্ধি পেতেই খোদ ময়দানে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।এবারে আলুর দামের খোঁজ নিতে বাজার পরিদর্শনে গেলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
শুক্রবার আলুর দাম খতিয়ে দেখতে শিলিগুড়ির বিধান মার্কেটে পৌঁছান বিধায়ক শঙ্কর ঘোষ।বাজারে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি।এদিন বাজার পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রীকে একহাত নেন বিধায়ক।তিনি বলেন, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বাজারে আলুর দাম কমেছে কিনা তা দেখলাম।বাজারে আলু পেঁয়াজ কেনার মানুষ কমে গিয়েছে।রাজ্যের আলু প্রায় নেই।রাজ্যের আলু কোথায় গেল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এদিন বিক্রেতারা জানান, ভুটানের নতুন আলুর দাম রয়েছে বাজারে।৭০-৭৫ টাকা কিলোদরে বিক্রি হচ্ছে।ধুপগুড়ির আলুর দাম পাইকারি বাজারে ২৮ টাকা রয়েছে।সেই আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা কিলোদরে।
অন্যদিকে ক্রেতারা জানান, গতবারের তুলনায় এবারে আলুর দাম বেশি রয়েছে।এরফলে অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।