শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও কমছে না আলুর দাম।আলুর দাম নিয়ন্ত্রনে এবারে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করলেন মেয়র গৌতম দেব।
বাজারে আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।আলুর দাম নিয়ন্ত্রণে ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এরপরও কমছে না আলুর দাম। যেকারনে টাস্ক ফোর্সের সঙ্গে শনিবার বৈঠক করলেন মেয়র গৌতম দেব।এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বৃহত্তর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল মিত্র, শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও মেয়র পারিষদরা সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও পুলিশ আধিকারিকেরা।
বৈঠক শেষে মেয়র জানান, শিলিগুড়ির বিভিন্ন বাজারে টাস্ক ফোর্সের অভিযান চলবে।যথাসম্ভব দাম কমানোর চেষ্টা করা হবে।এছাড়া সবজির দাম নিয়ন্ত্রণেও নজর রাখবে টাস্ক ফোর্স।