আলিপুরদুয়ার, ১০ আগস্টঃ অসম-বাংলা সীমান্তে আলুর ট্রাক চালকদের অবরোধ।যার জেরে বন্ধ ইস্ট ওয়েস্ট করিডর।কয়েক কিলোমিটার লম্বা লাইন গাড়ির।
নকল কাগজপত্র দেখিয়ে আলু পাচারের খবর পেয়েই কড়াকড়ি শুরু হয়েছে প্রশাসনের।যার জেরে অসম-বাংলা সীমানার বারোবিশার কাছে আটকে রয়েছে প্রচুর আলুর গাড়ি।
ট্রাক চালকদের অভিযোগ, কোনো কারণ না দেখিয়েই আটকে রাখা হয়েছে আলু বোঝাই গাড়িগুলিকে। ইতিমধ্যেই গাড়িতে পচতে শুরু করেছে আলু।অনেকেই ঋণ করে গাড়ি ও আলু কিনেছেন।
শুক্রবার বিকেলেও কিছুক্ষনের জন্য মহাসড়ক অবরোধ করেছিলেন চালকরা।এরপর জেলা প্রশাসনের আধিকারিকরা আলোচনা করে চালকদের জানান যে শনিবার সকালে আটকে থাকা গাড়িগুলি ছেড়ে দেওয়া হবে।কিন্তু শনিবার সকালেও গাড়ি না ছাড়ায়, ফের মহাসড়ক অবরোধ করেন চালকরা।এই অবরোধের জেরে উত্তর পূর্বের রাজ্য গুলোতে কোন গাড়ি ঢুকতে পারছে না।