ধূপগুড়ি,৫ মার্চঃ আলুর বন্ড না মেলায় হরি মন্দির এলাকায় পথ অবরোধ করলেন কৃষকেরা।
শুক্রবার সকালে ধুপগুড়ি থেকে বীরপাড়াগামী রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখান কৃষকেরা। তাদের অভিযোগ,দুই দিনের মধ্যে ৯ লক্ষ আলুর বন্ড শেষ হয়েছে বলে স্টোর কর্তৃপক্ষ তাদের জানিয়েছেন। এখনো বেশিরভাগ কৃষক আলুর বন্ড পায়নি। এমনিতেই এবছর আলুর ফলন অন্যান্যবারের তুলনায় অনেকটাই বেশি। কাজেই চাষের জমি থেকে আলু তুলে এনে এখন কোথায় রাখবেন সেটা ভেবেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন আলু চাষীরা।
এদিকে পথ অবরোধের খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসে ধুপগুড়ি থানার পুলিশ। পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয়।যদিও হরি মন্দির এলাকার হিমঘরের গেট বন্ধ থাকায় এই বিষয়ে হিমঘর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।