ইসলামপুর,১৩ জানুয়ারিঃ রেলের প্রতিটি দপ্তর একসঙ্গে কাজ করা এবং যাত্রীদের সেবা প্রদানের কাজ পর্যালোচনা করার জন্য পরিদর্শন করা হয়। সোমবার আলুয়াবাড়ি রেলস্টেশন পরিদর্শনে গিয়ে একথা জানান এনএফ রেলওয়ের জিএম সঞ্জীব রায়। অন্যদিকে জিএম আরও জানান, সুপারফাস্ট এবং এক্সপ্রেস ট্রেনের আলুয়াবাড়িতে স্টপেজ দেওয়ার বিষয়ে রেলওয়ে বোর্ডের সঙ্গে কথা বলবেন।
আলুয়াবাড়ি রেলস্টেশনের নাম পরিবর্তন করে ইসলামপুর জংশন অথবা ইসলামপুর টাউন করার বিষয়ে রাজ্য সরকার ও রেলওয়ে বোর্ডের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।
জানা গিয়েছে, বিভিন্ন সুপারফাস্ট এবং এক্সপ্রেস ট্রেন আলুয়াবাড়িতে স্টপেজ দেওয়ার বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি এবং ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল জানান, আমাদের দাবি জিএম এর সামনে উপস্থাপন করা হয়েছে। জিএম তাদের দাবিগুলি পর্যালোচনা করার আশ্বাস দিয়েছেন।
পাশাপাশি সিপিএম এর ইসলামপুর এরিয়া কমিটির পক্ষ থেকে ইসলামপুরের শান্তিনগরে আন্ডারপাস অথবা ওভারব্রিজ তৈরির দাবি জানানো হয়েছে।