শিলিগুড়ি, ১৩ জুনঃ রক্তসংকট মেটাতে শিলিগুড়ির ‘আমাদের উদ্যোগ’ সংস্থার তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হল।
শিলিগুড়ি পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনিতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরের উদ্বোধন করেন তৃণমূল নেতা মদন ভট্টাচার্য এবং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুন্তল রায়।
এই বিষয়ে আমাদের উদ্যোগ সংস্থার সদস্য প্রদীপ চৌধুরী বলেন, করোনা মহামারি পরিস্থিতিতে সংস্থার তরফে বিনামূল্যে অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন পরিষেবা চালু করা হয়েছে।তবে বর্তমানে রক্তসংকট দেখা দিয়েছে।এই কারণেই সংস্থার তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হল।১০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে তাদের।