রাজগঞ্জ, ১৪ জুনঃ গরমের ছুটি শেষে শুরু হয়েছে স্কুলগুলিতে পঠন-পাঠন।এই অবস্থায় অন্যচিত্র দেখা গেল রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন হাইস্কুলে।স্কুল চত্বর ছেয়ে গিয়েছে জঙ্গলে।ঝোপজঙ্গল এতটাই হয়েছে যে স্কুলের জানালা পর্যন্ত ঢেকে গিয়েছে।
জানা গিয়েছে, গত ১০ জুন থেকে খুলে গিয়েছে স্কুল।অন্যান্য স্কুলের পাশাপাশি রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন হাইস্কুলেও শুরু হয়েছে পঠনপাঠন।ছাত্রছাত্রীরা স্কুলে আসলেও চিন্তা বাড়াচ্ছে অভিভাবকদের।স্কুল চত্বর ছেয়ে গিয়েছে জঙ্গলে।অপরিষ্কার রয়েছে নিকাশী নালা।স্বাভাবিকভাবেই মশাবাহিত রোগ এবং পোকামাকড়ের আতঙ্ক ঘিরে ধরেছে পড়ুয়া সহ অভিভাবকদের।এদিকে বর্ষাকাল কার্যত শুরু হয়ে গিয়েছে।এই সময় ডেঙ্গু ও ম্যালেরিয়ার উপদ্রব বাড়ে।তাই অভিভাবকরা চাইছেন অবিলম্বে ঝোপজঙ্গল কেটে নিকাশি নালা পরিষ্কার করা হোক।
এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত দাস বলেন, এর আগে কয়েকবার স্কুলের তহবিলের টাকা খরচ করে জঙ্গল পরিষ্কার করা হয়েছে।সবসময় জঙ্গল পরিষ্কার রাখার আর্থিক সামর্থ্য নেই।বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে একাধিকবার জানিয়েছি।জঙ্গল যাতে পরিষ্কার করা হয় সেব্যাপারে পঞ্চায়েত সদস্যকে আবারও জানাবো বলে জানান তিনি।