দীর্ঘদিন থেকে বন্ধ রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা পাবলিক লাইব্রেরী, লাইব্রেরী চালুর দাবী স্থানীয়দের

রাজগঞ্জ, ৩ মেঃ দীর্ঘদিন থেকে বন্ধ রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা পাবলিক লাইব্রেরী।এরফলে মূল্যবান বই ও নথি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সমস্যায় ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বইপ্রেমীরা।


জানা গিয়েছে,  আমবাড়ি ফালাকাটা পাবলিক লাইব্রেরীটি ১৯৬০ সালে চালু করা হয়। প্রচুর বইপত্র রয়েছে ওই গ্রন্থাগারে। এলাকার ছাত্র যুব সহ প্রচুর মানুষ ওই গ্রন্থাগারে আসতেন। কিন্তু গ্রন্থাগারিক ও কর্মীর অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে লাইব্রেরী।ফলে সমস্যায় পড়েছেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বইপ্রেমীরা।

স্থানীয় প্রবীণ ব্যক্তি বীরেন্দ্রনাথ সরকার বলেন, এই লাইব্রেরীতে শিক্ষাদানের প্রচুর বই রয়েছে। কিন্তু প্রশাসনের উদাসীনতায় বইগুলি ধ্বংসের পথে। তাই আমরা চাই সরকারিভাবে আপাতত লাইব্রেরিয়ান না দেওয়া হলেও এলাকার কোনও শিক্ষিত বেকার যুবককে দায়িত্বে রাখা হোক। তাহলে বইগুলি থাকবে এবং এলাকার মানুষ উপকৃত হবে।


স্থানীয় আরেক বাসিন্দা স্বপন কুমার সরকার বলেন, সমাজকে শিক্ষাদানের জন্য স্কুল ছাড়াও গ্রন্থাগারের বিরাট ভূমিকা রয়েছে। তাই অবিলম্বে গ্রন্থাগারটি চালু করা দরকার। এতে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা এই গ্রন্থাগারের বই পড়ে উপকৃত হবে। একই দাবি তুলেছেন এলাকার অনেকেই।

এলাকার বাসিন্দা তথা বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষার কান্তি দত্ত বলেন, গ্রন্থাগারিক ও কর্মী না থাকায় প্রায় ছয় মাস থেকে গ্রন্থাগারটি বন্ধ হয়ে আছে। বিষয়টি বিধায়কের মাধ্যমে জেলা গ্রন্থাগারিককে জানানো হয়েছে। খুব শীঘ্রই চালু হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELcasibom girişcasibomgrandpashabet giriş