রাজগঞ্জ, ৭ নভেম্বরঃ কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক কমিটির পক্ষ থেকে আমবাড়ি ফাঁড়ির পুলিশকে সংবর্ধনা দেওয়া হল।
এবছর শারদীয়া উৎসবে কোনোরকম আইন-শৃঙ্খলা বিঘ্নিত হয়নি।শান্তিপূর্ণভাবে কেটেছে দূর্গাপুজো থেকে শুরু করেছে কালীপুজো সহ বিভিন্ন উৎসব।পুলিশ সঠিকভাবে কর্তব্য পালনের জন্যই সম্ভব হয়েছে।এই কারণে কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক কমিটির পক্ষ থেকে আমবাড়ি ফাঁড়ির পুলিশকে ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া হল।
সংগঠনের ব্লক সভাপতি অহিদার রহমান বলেন, সারা পশ্চিমবঙ্গে শারদীয়া উৎসব শান্তিপূর্ণভাবে পালন হয়েছে।পুলিশ তার পরিবারকে নিয়ে আনন্দে না মেতে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য কর্তব্য পালন করেছেন।তাই পুলিশকে সংবর্ধনা দেওয়া হলো।