রাজগঞ্জ, ২৪ মেঃ খবরের জের, আমবাড়ি হাটের পাশে ফেলা নোংরা আবর্জনার গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছিল আমবাড়ির বাসিন্দারা।সেই খবর প্রকাশিত হয়েছিল শিলিগুড়ি টাইমসে।আজ সেই নোংরা আবর্জনা অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নিল বিন্নাগুড়ি অঞ্চল ও হাট কর্তৃপক্ষ।এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য,রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া হাটটি এলাকায় আমবাড়ি হাট নামে পরিচিত। জেলা পরিষদের অধীনে রয়েছে এই হাট। সপ্তাহে সোম ও শুক্রবার হাট বসে। এছাড়া রয়েছে স্থায়ী দোকানপাট সহ বাজার। কিন্তু হাটের নোংরা আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনও জায়গা নেই। ফলে হাটের পাশেই এক জায়গায় নোংরা ফেলা হয়। সেখানে রয়েছে প্রচুর বাড়ি, দোকানপাট, দুইটি হাইস্কুল ও একটি উপস্বাস্থ্য কেন্দ্র। ওই নোংরা আবর্জনার গন্ধে স্থানীয়দের টেকা দায় হয়ে দাঁড়িয়েছিল। পথ চলতি মানুষকেও নাকে রুমাল দিয়ে যেতে হত। সেই খবর প্রকাশিত হতেই আজ নোংরা আবর্জনা অন্যত্র সরিয়ে নেওয়া হল।
স্থানীয় বাসিন্দা তথা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষার কান্তি দত্ত বলেন, এলাকার মানুষ নোংরা আবর্জনার দুর্গন্ধতে অতিষ্ঠ হয়ে পড়েছিল।গ্রামের মানুষের কথা চিন্তা করে হাট কর্তৃপক্ষের সাথে আলোচনার মধ্যে দিয়ে নোংরা আবর্জনা সরিয়ে ফেলার কাজ শুরু করা হল।