রাজগঞ্জ, ২৯ মার্চঃ অষ্টমীর স্নান উপলক্ষ্যে আমবাড়ির করতোয়া নদীতে উপচে পড়ল ভিড়।আজ থেকে শুরু হল ৭ দিন ব্যাপী মেলা।
বুধবার আমবাড়ির অঞ্চল মোড়ে করতোয়া নদীতে অষ্টমীর স্নান উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়। স্থানীয় গঙ্গাপুজো কমিটির পরিচালনায় এবছর ৫১ তম অষ্টমীর স্নান ও মেলার আয়োজন করা হয়েছে।এদিন মেলার উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।স্নানের ঘাট তৈরির জন্য বিধায়ক তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন বিধায়ক খগেশ্বর রায়।
এই বিষয়ে কমিটির পক্ষে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষারকান্তি দত্ত বলেন, প্রতিবছর ঐতিহ্যবাহী অষ্টমী স্নান ও মেলায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। ভক্তরা করতোয়া নদীতে অষ্টমীর স্নানের পাশাপাশি গঙ্গাপুজো করেন। প্রশাসনিক দিক থেকে সব রকমের সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে।
অন্যদিকে আসা এক পুণ্যার্থী নির্মল রায় বলেন, কয়েক বছর ধরে অষ্টমীর স্নানের মেলায় আসি।এবছরও স্বপরিবারে গঙ্গা স্নান করতে এসেছি।ভক্তি-শ্রদ্ধা নিয়ে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয়।